পূর্বেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল দুর্গা পূজার মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা আর সেটাই ঘটলো মহা অষ্টমীর সকালে । শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের নটোবর পাল রোডের জলমগ্ন পরিস্থিতি দেখা গেল। যখন মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে ব্যস্ত সকলে ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আর তাতে ভাসলো নটোবর পাল রোড। কিন্তু ভালো খবর বিগত বছরগুলোতে যেভাবে নটোবর পাল রোডে একটু বৃষ্টি হলেই জল জমে যেত । নিকাশি ব্যবস্থা খুবই দুর্বল ছিল। কিন্তু আজ শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির ও হাওড়া কর্পোরেশনের সহযোগিতায় এখন এতটাই ভালো নিকাশি ব্যবস্থা, যার জন্য চিত্রটা পুরো বদলে গেছে । রাস্তায় বৃষ্টি হয়ে জল জমলেও দাঁড়িয়ে থাকে না ,সহজেই সচল নিকাশি ব্যবস্থার মাধ্যমে তা বেরিয়ে যায়। এর জন্য বিধায়ক মনোজ তিওয়ারি মহাশয় ও হাওড়া কর্পোরেশনকে সাধুবাদ জানাতে হয়।
Howrah: মহা অষ্টমীর সকালে বৃষ্টির জলে ভিজলো শহর
রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া