শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Howrah: হাওড়ার বালটিকুরি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের বদলে ৫ টাকার বিস্কুটের প্যাকেট

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Howrah: হাওড়ার বালটিকুরি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের বদলে ৫ টাকার বিস্কুটের প্যাকেট রাজ্যের বিভিন্ন জেলায় (Howrah) প্রায়‌ই মিড ডে মিল নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে , কোথাও মিড ডে মিলে টিকটিকি কোথাও মিড ডে মিলে মরা সাপ কোথাও আবার হেডমাস্টার অথবা শিক্ষক দের বিরুদ্ধে মিড ডে মিল এর ডিম বিক্রি করে দেবার অভিযোগ উঠেছে । এবার মিড ডে মিল এর বদলে ছাত্র ছাত্রীদের হাতে তু্লে দেওয়া হল ৫ টাকার একটি করে বিস্কুটের প্যাকেট। ঘটনাটি ঘটেছে শনিবার হাওড়ার দাশনগরের বালিটিকুরি প্রাথমিক বিদ্যালয়ে ।অভিভাবকের অভিযোগ স্কুলে মজুত রয়েছে প্রচুর পরিমাণে চাল-ডাল সহ রান্নার সামগ্রী, তবু প্রতিদিন খাওয়ার সময়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৫ টাকার বিস্কুটের প্যাকেট। জানা গেছে , বালিটিকুরি‌ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় ৪০০ জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১৪ জন । স্কুলে রাঁধুনি ও রান্নার ব্যবস্থা থাকলেও , পড়ুয়াদের রান্না করা খাবার দেওয়া হয় না বলে অভিযোগ অভিভাবকদের ।শনিবার এই ঘটনা পুনরায় ঘটলে স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা রায় কে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। প্রশ্ন উঠেছে, পড়ুয়াদের জন্য মিড ডে মিল এর ব্যবস্থা, যাতে তারা পেত‌ ভরে খেয়ে মন দিয়ে পড়াশোনা করতে পারে । এ জন্য সরকার থেকে সমস্ত সুবিধা দেওয়া হয় তার পর ও মিড‌ ডে মিল এর বদলে ৫ টাকার বিস্কুটের প্যাকেট ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।