সম্প্রতি ঢিলেঢালা লাল পোশাক পরে স্বামী অভিষেকের সঙ্গে মুকেশ আম্বানি পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই ছবি ভাইরাল হতেই নায়িকার মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। ভারী কাজের ওড়না পরেই নাকি বেবিবাম্প ঢাকার চেষ্টা করছিলেন ঐশ্বর্য। অনেকেই আবার মনে করছেন, আগের তুলনায় অনেকটাই ওজন বেড়েছে ঐশ্বর্যর। সেই কারণেই ঢিলেঢালা পোশাক পরেছেন নায়িকা। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেন নি ঐশ্বর্য । কারণ এই ধরণের গসিপে মুখ খুলতে নারাজ রাই সুন্দরী। সব্যসাচীর ডিজাইন করা লাল পোশাকেই নিজেকে মেলে ধরেছিলেন ঐশ্বর্য, যা নিয়ে এত জল্পনা। তবে রাই সুন্দরী গ্ল্যামারে চোখ ফেরাতে পারছিলেন না তার ভক্তরা।কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন করিনা কাপুর খান। তবে কি এবার সেই পথেই হাঁটছেন বলি অভিনেত্রী তথা বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন। এই কথাই এখন আনাচে -কানাচে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও শরৎ কুমারের কন্যা ভারালক্ষ্মী একটি ছবি পোস্ট করেছিলেন, সেখানেও স্পষ্ট দেখা গিয়েছিলঐশ্বর্যর বেবিবাম্প। অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে দক্ষিণী সুপারস্টার এস শরৎকুমারের বাড়িতে গিয়েছিলেন তারা। সেখানেই শরৎকুমারের মেয়ে ভারালক্ষ্মী ঐশ্বর্যের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন এবং সব ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছিল। ছবি দেখেই অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছিলেন, ফের দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে এবারও অন্তঃসত্ত্বা নিয়ে জল্পনা বাড়ছে। সত্যি নাকি নিছকই গুঞ্জন, তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে।তবে অভিনেত্রীর অনুরাগীরা কিন্তু তাদের প্রিয় তারকার জন্যে ভালবাসা আর শুভকামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper