বর্তমান প্রজন্মেরা আস্তে আস্তে (North 24 Parganas)দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। জাতীয় পতাকার প্রতি যে মর্যাদা দেওয়া উচিত সেই মর্যাদা এখন আর দিচ্ছে না। (North 24 Parganas) দেশ মাতৃকার প্রতি অর্থাৎ দেশের জাতীয় পতাকার প্রতি মর্যাদা দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টি বিদ্যালয়ে ৭৫ টি করে জাতীয় পতাকা বিতরণ করা হয়।
এদিন অর্থাৎ শনিবার প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হাসনাবাদ রামেশ্বরপুর ইউনিয়ন আদর্শ বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে ৭৫ টি জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।। আজ থেকে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত বসিরহাট মহাকুমার ৭৫টি বিদ্যালয়ে এই ৭৫ টি জাতীয় পতাকা তুলে দেওয়া হবে বলে জানা গেছে। এদিন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মৃগাঙ্ক কুমার মাইতি, হাসনাবাদের পোস্টমাস্টার কুমারেশ মন্ডল সহ ভারতীয় ডাক বিভাগের একাধিক উচ্চপদস্থ কর্মীরা।