হাওড়ার জগাছা থানা অন্তর্গত প্রেস কোয়ার্টার এলাকাতে রাজ্য সরকারের সংস্থায় কর্মরত এক আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাতে। আজকে সকালে তাঁকে বাড়ির সামনে একটি গাছের ডালে গলাতে দড়ি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম অনুপ চৌধুরী। স্থানীয় সূত্রের খবর ওই মৃত ব্যক্তি রাজ্য সরকারি সংস্থা আইবি দফতরে কর্মরত ছিলেন। দক্ষিণ কলকাতায় পোস্টিং ছিল তার বলেই পরিবার সূত্রে খবর। আজ সকালে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জগাছা থানার পুলিশ। তাঁরা মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই রিপোর্ট এলে ঘটনার কারণ ও গতি প্রকৃতি বিস্তারিতভাবে জানা যাবে বলেই আশা করছেন তদন্তকারী থানার আধিকারিকরা। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে এখনও ধন্দে রয়েছে জগাছা থানার আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জগাছা থানা সূত্রে খবর।মৃতের ছোটবেলার বন্ধু সোমনাথ বিশ্বাস জানান তিনি ভাবতেই পারছেন অনুপের মতো এতো হাসিখুশি একজন মানুষ এভাবেই চলে যেতে পারেন। তিনি জানান ছোটবেলা থেকে তাঁকে দেখছেন। দারুন মনের মানুষ ছিলেন তিনি। তার চলে যাওয়াটা তাঁদের কাছে একটা ধাক্কা। পাশাপাশি তিনি জানান অনুপ রাজ্য সরকারের আইবি বিভাগে কর্মরত ছিলেন। তার একমাত্র কন্যার বিবাহ দিয়ে নিশ্চিন্তে ছিলেন। বাড়িতে সে ও তার স্ত্রী দুজনে থাকতো। তিনি অবাক হয়ে বলেন কোন মানুষের কখন কিভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়ে তা সত্যি বোঝা খুবই মুশকিল। পাশাপাশি তিনি আরও জানান ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Jagacha: হাওড়ার জগাছা প্রেস কোয়ার্টার এলাকায় রাজ্য সরকারের আইবি দফতরে কর্মরত আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া