দুদিন আগে পূর্ব রেলের তরফে নোটিশ দিয়ে জানানো হয়, দখলে থাকা জায়গা খালি করে দিতে। নির্দেশ মতো সোমবার বেলায় স্টেশন চত্বরের দোকানপাট উচ্ছেদ করতে আসে রেল প্রশাসন। অভিযোগ, রেল প্রশাসন প্রথমে একটি চায়ের দোকান ভাঙার চেষ্টা করে। তাতে বাধা দেয় দোকানদারেরা। এরপর পুনর্বাসনের দাবিতে স্টেশন চত্বরে মিছিল করে হকারেরা। উচ্ছেদে বাধা পেয়ে পিছু হটে রেল প্রশাসন। এই উচ্ছেদ প্রসঙ্গে বিজেপির ভাটপাড়া-১ মন্ডল সভাপতি প্ৰদ্যুত ঘোষ বলেন, স্টেশন চত্বরে যারা পয়সা নিয়ে দোকানপাট বসিয়েছেন। তারা এখন কোথায় গেলেন। ওনাদের উচিত অসহায় হকারদের পাশে দাঁড়িয়ে বিকল্প জায়গার বন্দোবস্ত করে দেওয়া। উন্নয়নের ক্ষেত্রে দখলে থাকা রেলের জমি খালি করে দেওয়া প্রয়োজন।
Jagatdal: জগদ্দল স্টেশনে চত্বরে উচ্ছেদ কেন্দ্র করে উত্তেজনা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর