শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Jagatdal: জগদ্দলে যুবক খুনের ঘটনায় আটক ১

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

জগদ্দলে যুবক খুনের ঘটনায় শনিবার সকালে পুলিশ একজনকে আটক করেছে। সূত্র বলছে, গঙ্গার তীরবর্তী জঙ্গলের মধ্য থেকে কলুয়া নামে এক যুবককে পুলিশ আটক করেছে। প্রসঙ্গত, শুক্রবার ভর সন্ধেয় ভিড়ে ঠাসা মসজিদের সামনে গুলিতে নিহত হলেন রিজওয়ান আলি ওরফে মহম্মদ টিঙ্কু ওরফে পৌওয়া নামে এক যুবক। সিসিটিভি ফুটেজে মারপিট ও গুলি করার দৃশ্য স্পষ্ট দেখা গিয়েছে। গুলিতে যুবকের মৃত্যুর পর ব্যাপক উত্তেজনা ছড়ায় জগদ্দলে। ওইদিন রাতে জগদ্দল বাজারের ভেতরে বোমাবাজি করা হয়। পুলিশ মোতায়ন থাকা সত্ত্বেও শনিবার সকালেও বাজারের মধ্যে বোমা পড়ে। বোমাবাজির ঘটনায় এক দোকানদার আহত হয়েছেন। একাধিক বাড়িতে অগ্নিসংযোগও করা হয় বলে অভিযোগ। থমথমে আবহে শনিবার জগদ্দল বাজারের সমস্ত দোকানপাট বন্ধ ছিল। খুনের ঘটনা ঘিরে তান্ডবের জেরে আতঙ্কিত ব্যবসায়ীরা।বাজার সংলগ্ন অনেকেই ভয়ে বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। উতপ্ত পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আশেপাশে রাফ-সহ প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। জগদ্দলের এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, দুষ্কৃতীদের মধ্যে লড়াইয়ের জেরে এই ঘটনা। শুক্রবার দুপুরে ওদের মধ্যে মারপিট হয়েছে। আর সন্ধেতে মসজিদের সামনে নিজেদের মধ্যে গুলি চলেছে। দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে পুলিশকে আরও কঠোর সক্রিয় হবার পরামর্শ সাংসদের। অন্যদিকে পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, নিজেদের মধ্যে লড়াইয়ের জেরে এই ঘটনা। একজনকে আটক করা হয়েছে। জগদ্দলের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।