Breaking News

Teesta Torsa Express Jalpaiguri: জলপাইগুড়ির বেলাকোবায় ”তিস্তা-তোর্সা এক্সপ্রেস”

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Teesta Torsa Express Jalpaiguri: জলপাইগুড়ির বেলাকোবায় ''তিস্তা-তোর্সা এক্সপ্রেস''রবিবাসরীয় (Teesta Torsa Express) জলপাইগুড়ির বেলাকোবায় দীর্ঘ প্রতিক্ষিত ” তিস্তা -তোর্সা ” ট্রেনের দাবির অবসান ঘটল। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুরে ৩০শে এপ্রিল থেকে বেলাকোবা স্টেশনে দাঁড়ানো কথা। ঠিক সময়ে যার অবসান হল। জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় নিজে দাড়িয়ে থেকে বেলাকোবার যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সাংসদ ও রেলের আধিকারিক মিলে ফ্ল্যাগ নাড়িয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান “তিস্তা -তোর্সা ”এক্সপ্রেস ট্রেনটিকে। অন্যদিকে এদিন বিজেপি কর্মীরা নরেন্দ্র মোদী ও ভারত মাতা স্লোগান দিয়ে ট্রেনের যাত্রীদের মিষ্টি মুখ করান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।