Breaking News

Jalpaiguri: দশ চাকার কন্টেইনার থেকে উদ্ধার তিনশো অবৈধ সেগুন কাঠ ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: দশ চাকার কন্টেইনার থেকে উদ্ধার তিনশো অবৈধ সেগুন কাঠ ,গ্রেপ্তার দুইময়নাগুড়ির (Jalpaiguri) ইন্দিরা মোড়ে শুক্রবার সকালে একটি দশ চাকার কন্টেইনার আটক করে তিনশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করলো জলপাইগুড়ি জেলা পুলিশের একটি দল।(Jalpaiguri) জানা গেছে গোপনসূত্রে খবর পেয়ে ইন্দিরা মোড়ে ওঁত পাতে পুলিশের দলটি।

অবশেষে কন্টেইনারটি আটক করে এই বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে। গাড়ির চালক ও গাড়িতে থাকা অপর ব্যক্তি কাঠ পরিবহনের বা কাঠের কোনো বৈধ নথি দেখাতে না পারায় কাঠ সহ কন্টেইনারটি বাজেয়াপ্ত করে চালক সহ অপর ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে বন আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানা গেছে কাঠের পাটাতন গুলো অসমের গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। চালকের নাম শামসুদ্দিন খান ও অপর ব্যক্তির নাম আলি হামসা, উভয়ের বাড়ি কেরালার মালাপোরন এলাকায়। কন্টেইনারটির রেজিষ্ট্রেশন নম্বর TN 24 AT 1695।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।