ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রামপঞ্চায়েতের (Jalpaiguri) চেংমারী এলাকায় অবস্থিত চেংমারী শিশু শিক্ষা কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৩ জানুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এমন অবহেলা মেনে নিতে পারছেন না অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, সারা দেশ জুড়ে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনে নেতাজির জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়—জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে—সেখানে একটি শিশু শিক্ষা কেন্দ্রে এই দিনটি একেবারেই উপেক্ষিত থেকেছে। এমনকি শিশুদের নিয়ে কোনো আলোচনা সভা বা শ্রদ্ধা নিবেদনও করা হয়নি বলে অভিযোগ।অভিভাবকদের দাবি, শিশুদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও ইতিহাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের জাতীয় দিবসের গুরুত্ব অপরিসীম। অথচ একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন গাফিলতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী বার্তা পৌঁছাবে, তা নিয়েই উঠছে প্রশ্ন।যদিও ওইদিন শিক্ষা কেন্দ্রে সরস্বতী পূজোর আয়োজন করা হয়েছিল, তবুও জাতীয় দিবস পালনে সম্পূর্ণ উদাসীনতা নিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবক ও এলাকাবাসীরা।
এ বিষয়ে চেংমারী শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক জাহারুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি অসুস্থতার কারণে বিদ্যালয়ে যেতে পারিনি।” তবে তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি নিয়ে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ ও ভবিষ্যতে জাতীয় দিবসগুলি যথাযথভাবে পালনের দাবি তুলেছেন অভিভাবক ও এলাকাবাসীরা।
Jalpaiguri: সাড়ম্বরে সরস্বতী পূজো হলেও ২৩ জানুয়ারি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিভাবক ও এলাকাবাসীরা
রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper