জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা আউটপোস্টের ওসি গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ কর্মীদের নিয়ে সোমবার থানা এলাকার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফুলতিপাড়ায় জনতা ওঁরাও এর বাড়িতে অভিযান চালান। জনতা ওঁরাও ও তার স্ত্রী দুজনে তাদের বাড়িতে অবৈধভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার হয় কুড়ি লিটার চোলাই মদ, দশ কেজি বাখর (চোলাই মদ গ্যাজানোর উপকরণ), প্লাস্টিকের ড্রাম, দুটি এলুমিনিয়াম হাড়ি ও দুটি ফানেল। পুলিশ উদ্ধার করা সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে নষ্ট করে দেয়। অভিযানের আঁচ পেয়ে জনতা ওঁরাও ও তার স্ত্রী চাবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পুলিশ দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে দুজনের সন্ধান চালাচ্ছে।
Jalpaiguri: অবৈধ চোলাই মদ তৈরির ঘাটিতে অভিযান পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি