শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Jalpaiguri: অবৈধ চোলাই মদ তৈরির ঠেকে অভিযান পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: অবৈধ চোলাই মদ তৈরির ঠেকে অভিযান পুলিশের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের রাজগঞ্জ থানার অধীনস্থ বেলাকোবা ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার একটি চোলাই মদ তৈরির ঠেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমান মদ তৈরির উপকরন নষ্ট করে। জানা গেছে পুলিশ এদিন থানা এলাকার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের রাঙারবাড়ি গ্রামের চন্ডিকা রায় (৩২)পিতা-আশারু রায় এর বাড়িতে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় ছয়টি এলুমিনিয়াম হাড়ি, চারটি প্লাস্টিক ফানেল,পাঁচটি পলিব্যাগে রাখা কুড়ি কেজি গুড়, পাঁচটি পলিপ্যাকে রাখা আড়াই কেজি বাখর, দুইটি প্লাস্টিক জারে রাখা পয়ত্রিশ লিটার অবৈধ চোলাই মদ। এর পাশাপাশি বিভিন্ন হাঁড়ি ও পাত্রে রাখা আটশ কুড়ি লিটার ফারমেন্টেড ওয়াশ, যা মদ তৈরির গ্যাঁজানো উপকরণ নষ্ট করে দেয় পুলিশ। অভিযানের সময় সুযোগ বুঝে বাড়ির মালিক বাড়ির পাশের চা বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। তার সন্ধান চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।