Breaking News

Jalpaiguri: আইনী গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: আইনী গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশেরজলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশ বুধবার থানা এলাকার বার্নিস ও দোমোহানী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বে আইনী গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালায়। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ গ্রামগুলিতে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি ও জমিতে বে আইনীভাবে চাষ করা গাঁজা গাছ কেটে সেগুলি পুড়িয়ে দেয়। বে আইনীভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করার পাশাপাশি পুলিশ মাদক বিরোধী প্রচার চালিয়ে এলাকাবাসীকে সচেতন করে। পুলিশ জানায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান জারী থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।