Breaking News

Jalpaiguri: বিলুপ্তপ্রায় শকুনের দেখা মিললো বাগ্রাকোটে, উচ্ছ্বসিত পরিবেশ প্রেমীরা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: বিলুপ্তপ্রায় শকুনের দেখা মিললো বাগ্রাকোটে, উচ্ছ্বসিত পরিবেশ প্রেমীরা জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার রেল লাইনের ধারে বিলুপ্তপ্রায় পাখী হিমালয়ান ভালচার বা শকুনের কয়েকটি ঝাঁকের দেখা মেলায় খুশী পরিবেশ প্রেমীরা। জানা গেছে রেলের ধাক্কায় মৃত দুটি গরুর মাংস খাবার লোভে শকুনের ঝাঁক গুলি ঐ নেমে আসে। খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ শকুন দেখার লোভে ভীড় জমাতে শুরু করেন। ঘটনাস্থলে আসেন মালবাজার ওয়াইল্ডলাইফ বিভাগ ও তারঘেরা রেঞ্জের বন কর্মীরা। তারা জানান দীর্ঘদিন ধরে শকুনের দেখা পাওয়া যায়না কারন এই প্রজাতিটি বিলুপ্তপ্রায়। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়ায় বন দপ্তরের উদ্যোগে শকুন সংরক্ষণ ও কৃত্রিমভাবে প্রজননের চেষ্টা চলছে এবং বুধবার জানা গেছে ঐ প্রজনন কেন্দ্রে কৃত্রিমভাবে কয়েকজোড়া শাবকের জন্ম দেওয়া সম্ভব হয়েছে। তারপর বৃহস্পতিবার কয়েক ঝাঁক শকুনের দেখা পাওয়ায় যারপরনাই উচ্ছ্বসিত বন দপ্তর ও পরিবেশ প্রেমীগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।