প্রতি বছর (Jalpaiguri) মার্চ মাসের চব্বিশ তারিখ দিনটি পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে। আঠারো শ বিরাশি সালের চব্বিশে মার্চ তারিখে রবার্ট কুক যক্ষ্মা রোগের জীবানু আবিষ্কার করেছিলেন। সেই হিসাবে চব্বিশে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে উদযাপিত হয়। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের যক্ষ্মা বিভাগ এর উদ্যোগে জেলার প্রতিটি ব্লকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। জলপাইগুড়ি শহরে আয়োজিত হয় এক র্যালি। জেলা যক্ষ্মা দপ্তরের আধিকারিক ডাঃ শুভদীপ সরকার সহ অন্যান্য আধিকারিক ও স্বাস্থ্য কর্মীগন র্যালিতে অংশগ্রহণ করেন। ডাঃ শুভদীপ সরকার জানান র্যালি থেকে সাধারন মানুষকে এই রোগ সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে কারন এই রোগ নির্মূল করতে হলে প্রধান হাতিয়ার সচেতনতা।
Jalpaiguri: বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে র্যালি জলপাইগুড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি