বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Jalpaiguri: চুরির অভিযোগ দায়ের হওয়ার তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার চোর

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: চুরির অভিযোগ দায়ের হওয়ার তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার চোরচুরির অভিযোগ (Jalpaiguri) দায়ের হওয়ার তিন ঘন্টার মধ্যে বমাল গ্রেপ্তার চোর। ঘটনা জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানা এলাকার। জানা গেছে বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ির বাসিন্দা সৌমেন দাস থানায় এসে অভিযোগ দায়ের করে জানান বুধবার রাতে থানা এলাকার মাধবডাঙ্গায় তার জলের বোতল প্যাকেজিং এর কারখানা থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে তিন ঘন্টার মধ্যে থানা এলাকার হঠাৎ কলোনী থেকে অখিল মন্ডল পিতা প্রয়াত হারীন্দ্র মন্ডলকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে উদ্ধার করে চুরির সমস্ত সামগ্রী। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।