রাস্তা সারাইয়ের দাবীতে পথ অবরোধ(Jalpaiguri) । রাস্তায় ধান রোপন করে বিক্ষোভ স্থানীয়দের। (Jalpaiguri) দীর্ঘদিন থেকে এলাকার প্রধান পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ।ভোট আসে ভোট যায় কিন্তু গ্রামের এই রাস্তার উন্নয়ন নিয়ে চিন্তা নেই কারোরি।যদিও এর আগে গ্রামবাসীরাই নিজেরাই অর্থ দিয়েই রাস্তা সাড়াই করেছেন একাধিকবার।
এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে ভাঙ্গা রাস্তায় একটু বৃষ্টি হলেই জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে পড়ে।দিন হোক বা রাত জীবনের ঝুঁকি নিয়েই নাকি চলাচল করতে হয়ে তাদের। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে এমারজেন্সি পরিষেবা বিশেষত হাসপাতাল বা দমকল নিয়ে পৌঁছাতেও দীর্ঘ সমস্যা হতে পারে বর্তমান অবস্থায়। অভিযোগ সেই কারণেই এদিন বাধ্য হয়ে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাড় মাগুরমারি এলাকার দীর্ঘ প্রায় দের কিলোমিটার রাস্তায় যানবাহন তো নয় পায়ে হেটে যাওয়াটাও প্রবল সমস্যার।যেকারণে বাধ্য হয়ে এলাকাবাসীরা সেই ভাঙ্গা কাঁদা ভর্তি রাস্তা ও পরে পাশে থাকা পাকা রাস্তায় পথ আটকে রাস্তা সারাইয়ের দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে।গ্রামের এই রাস্তার অবরোধের জেরে দুই দিকে কিছু গাড়ি আটকে পড়ে।পড়ে অবশ্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা এবং রাস্তায় চলাচল স্বাভাবিক হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।