হোলির আগে (Jalpaiguri) জেলা জুড়ে অভিযান চালিয়ে কয়েকহাজার লিটার অবৈধভাবে তৈরি চোলাই মদ ও ফারমেন্টেড ওয়াশ অর্থাৎ চোলাই মদ তৈরির উপকরন নষ্ট করলো জলপাইগুড়ি জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানা গেছে বুধবার দিনভর জেলা জুড়ে এই অভিযান চালানো হয়। মাদক বিরোধী অভিযানে জলপাইগুড়ি জেলা পুলিশ সদা তৎপর। নেশামুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে জলপাইগুড়ি জেলা পুলিশ এধরনের অভিযান চালিয়ে যাবে বলে জানান পুলিশের জনৈক কর্তা।
Jalpaiguri: হোলির আগে জেলা জুড়ে বেআইনী মদের বিরুদ্ধে অভিযান পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি