শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Jalpaiguri: জাতীয় সড়কে উল্টে গেল পেট্রোল বোঝাই ট্যাঙ্কার

রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: জাতীয় সড়কে উল্টে গেল পেট্রোল বোঝাই ট্যাঙ্কারনিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার (Jalpaiguri) উপর উল্টে গেল পেট্রোল বোঝাই ট্যাঙ্কার। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ির জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়।জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় পেট্রোল ভর্তি ট্যাঙ্কারটি। ট্যাঙ্কার উল্টে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়িতে বিপুল পরিমাণ পেট্রোল মজুত থাকায় অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হয়।পরিস্থিতি মোকাবিলায় ফুলবাড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।এই দুর্ঘটনার ফলে গাড়ির চালক সামান্য আহত হন।তবে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় জাতীয় সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে গাড়িটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।