Breaking News

Jalpaiguri: জলপাইগুড়ি জেলা পুলিশের সাইবার সচেতনতা কর্মশালা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: জলপাইগুড়ি জেলা পুলিশের সাইবার সচেতনতা কর্মশালা জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের উদ্যোগে রবিবার জেলা পুলিশ লাইনের কনফারেন্স হলে আয়োজিত হয় সাইবার সচেতনতা কর্মশালা।কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়, ডি এস পি ক্রাইম শান্তিনাথ পাঞ্জা, জলপাইগুড়ি সাইবার সেলের ওসি বিক্রম থাপা, জলপাইগুড়ি জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এর ওসি সহ জেলার সমস্ত থানার সাইবার বন্ধু নোডাল অফিসার গন, ওসি কম্পিউটার, সোস্যাল মনিটরিং সেলের ওসি গন সহ অন্যান্যরা। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান এদিনের কর্মশালায় উপস্থিত আধিকারিকগন আধুনিক অপরাধ দমন পদ্ধতির অংশ হিসাবে সাইবার ক্রাইম, সোস্যাল মিডিয়া পর্যবেক্ষন, কল ডিটেইলস রেকর্ড বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় সাইবার অপরাধ দমনের অত্যাধুনিক কলা কৌশল ও বিভিন্ন আঙ্গিক নিয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।