প্রতি বছর জুলাই মাসের (Jalpaiguri) আঠাশ তারিখ দিনটিকে দুনিয়া জুড়ে বিশ্ব হেপাটাইটিস দিবস রূপে পালন করা হয়। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করলো। জানা গেছে এদিন জলপাইগুড়ি শহরে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এরপর আয়োজিত হয় হেপাটাইটিস বিষয়ক সেমিনার। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হেপাটাইটিস এ,বি,সি,ডি ও ই সম্পর্কে ধারনা প্রদান,রোগ নির্ণয়,প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতার বার্তা প্রদানের লক্ষ্যে সেমিনার ও র্যালি আয়োজিত হয়। প্রতি বছর বিশ্বে কয়েক লক্ষ মানুষ হেপাটাইটিস এ আক্রান্ত হয়ে মারা যান। একারনেই সাধারন মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর উদ্যোগী হয়েছে।
Jalpaiguri: জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper