জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করে বিধায়ক জানান সাতাশ নম্বর জাতীয় সড়কের সারিয়াম থেকে আমবাড়ি ফালাকাটা কালিমন্দির হয়ে ফকিরপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঁচ দশমিক দুশোষাট কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তত্বাবধান এবং অর্থানুকূল্যে নির্মিত হবে। ব্যয় হবে দুকোটি পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা। রাস্তাটি নির্মিত হচ্ছে পথশ্রী -৩ প্রকল্পে। রাস্তাটি নির্মিত হলে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রনবীর মজুমদার, জেলা পরিষদের সদস্যা উত্তরা বর্মন,কুকুরজান গ্রাম পঞ্চায়েত প্রধান গোপাল পোদ্দার সহ এলাকার বিশিষ্টজনেরা।
Jalpaiguri: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সারিয়ামে রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper