Breaking News

Jalpaiguri: নেই মিড ডে মিল শেড, ছাত্র ছাত্রীরা মিড ডে মিল খাচ্ছে খোলা মাঠে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: নেই মিড ডে মিল শেড, ছাত্র ছাত্রীরা মিড ডে মিল খাচ্ছে খোলা মাঠেস্কুলে নেই মিড ডে মিল শেড (Jalpaiguri) একারনে ছাত্র ছাত্রীরা বাধ্য হয়েই খোলা মাঠে বসে মিড ডে মিল খাচ্ছে। এরকম ছবি ধরা পড়লো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জানান মিড ডে মিল শেড না থাকায় গ্রীষ্ম, বর্ষা বা শীতে মিড ডে মিল খেতে সমস্যায় পড়ে ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় বাইরে থেকে গরু ছাগল মাঠে ঢুকে পড়ে একারনেও মিড ডে মিল খেতে সমস্যায় পড়ে ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ে বর্তমানে একশ উনচল্লিশ জন ছাত্র ছাত্রী আছে। স্কুলের পক্ষ থেকে প্রশাসনিক কর্তাদের বারবার আবেদন জানানো হয়েছে মিড ডে মিল শেড ও সীমানা প্রাচীরের জন্য, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্কুলের অভিভাবক অভিভাবিকাদের দাবি দ্রুত মিড ডে মিল শেড ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান করা হোক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।