শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ থানার পথ দু্র্ঘটনায় নিহত সিভিক ভলেন্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানালে বিশিষ্ট জনেরা। জানা যায় শুক্রবার এক পথ দুর্ঘটনায় নিহত হয় দীপক অধিকারী নামে এক সিভিক ভলেন্টিয়ারের।এদিন নিহতকে জানা যায় নিহতের বাড়ি রাজগঞ্জের শিকারপুর অঞ্চলে। শ্রদ্ধা জানান জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, অরিন্দম ব্যানার্জী, পুলিশ আধিকারিক ও পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।
Jalpaiguri: পথ দুর্ঘটায় নিহত সিভিক ভলেন্টিয়ারকে শ্রদ্ধা জানল বিশিষ্ঠ জনেরা
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper