পঞ্চায়েত (Jalpaiguri) নির্বাচনের আগে জেলা জুড়ে চলছে জলপাইগুড়ি পুলিশের নাকা চেকিং। (Jalpaiguri)বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার হাতিমোড়ে নাকা চেকিং এ উদ্ধার হলো একশো দুই বোতল মদ। জানা গেছে নাকা চেকিং এর সময় পুলিশ অসম থেকে বিহারগামী একটি টাটা স্পেসিও গাড়ী আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে উদ্ধার হয় অসমে তৈরি একশো দুই বোতল মদ। গাড়ীর বিভিন্ন অংশের ঢাকনা খুলে তার ভেতরে মদের বোতলগুলো রাখা ছিলো। গাড়ীর চালক মদের বোতলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অনুমান অসম থেকে বিহারে পাচারের উদ্দ্যেশ্যে এই মদ নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য বিহারে প্রকাশ্যে মদ বিক্রি নিষিদ্ধ। চালকের নাম কমলেশ ভান্ডারী বিহারের বাসিন্দা এবং গাড়িটির নম্বর AS 04 H 5375 ।
Jalpaiguri: পুলিশের নাকা চেকিং এ একশো দুই বোতল মদ সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper