Breaking News

BJP JALPAIGURI: জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজপিতে যোগ দিল ১২ টি পরিবার

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

BJP JALPAIGURI: জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজপিতে যোগ দিল ১২ টি পরিবারবুধবার জলপাইগুড়ির (BJP) ধুপগুড়িতে বিজেপিতে যোগদিল ১২টি পরিবারের মোট ৫৩ জন।যদিও অঘোষিতই থেকে গেছে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই চলছে দিল বদলের হিরিক। এদিকে গোষ্ঠী কোন্দলে জেরবার শাসকদল, সীমাহীন দুর্নীতি, শাসকশাসানিতে অতিষ্ট হয়ে এদিন ধুপগুড়ির গধেয়াকুটির টুকলিমারী এলাকায় ১২ টি পরিবারের মোট ৫৩ জন সাংসদ জয়ন্ত রায়ের হাত ধরে বিজেপিতে যোগদিলেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডলের সভাপতি কমলেশ রায়সহ অন্যান্যরা। এরপর ধুপগুড়ির ডাউকিমারিতে কিষান মোর্চার ডাকে একটি সভায় যোগদেন সাংসদ। উপস্থিত ছিলে জেলা কিষান মোর্চা সভাপতি গোলক সরকার, কমলেশ রায় ও অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।