চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে দূর্নীতি দূর করার দাবী জানাতে আলিপুরদুয়ার জেলা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চলতি মাসের নয় তারিখ জেলার বিভিন্ন চা বাগান থেকে শুরু হয়েছিলো চা শ্রমিকদের পদযাত্রা। পাঁচ দিনের পদযাত্রা শেষ করে জলপাইগুড়ি তে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দপ্তরের কমিশনারকে প্রভিডেন্ট ফান্ডের দূর্নীতি দূর করার লক্ষ্যে দাবীপত্র পেশ করেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার আই এন টি টি ইউ সি জেলা সভাপতি বিনোদ মিঞ্জ সহ অন্যান্য নেতৃত্ব। প্রভিডেন্ট ফান্ড কমিশনার জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
পাঁচদিনের পদযাত্রা শেষে জলপাইগুড়িতে পি এফ দপ্তর ঘেরাও করে দাবীপত্র পেশ তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি