শনিবার বিকেলে (Medha Patkar) একটি সামাজিক ও সচেতন সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত হল নাগরিক কনভেনশন। যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “বিপন্ন তিস্তা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলাপরিষদ পেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন নর্মদা বাচাও আন্দোলনের প্রবক্তা মেধা পাটেকর, রিভার ম্যান গিয়াৎসো ডঃ লেপচা, দেব প্রসাদ রায়, গৌতম গুহরায় সহ জেলার বিশিষ্ঠ ও গুনিজনেরা।
Medha Patkar: জলপাইগুড়িতে নাগরিক কনভেনশন অনুষ্ঠানে মেধা পাটেকর
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি