মনমোহিনী রূপে নজর কাড়লেন নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রীদেবী-কন্যা। বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকে সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর।বলিউডের সেক্সিয়েস্ট নায়িকাদের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন তিনি I সম্প্রতি
নিজের সোশ্যাল মিডিয়ায় হট অ্যান্ড বোল্ড লুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জাহ্নবী । লো নেক পোশাকে বেরিয়ে আসছে স্তনযুগল, হাই থাই স্লিট গ্লিটারস পোশাকে রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছে। লাল-কালো গ্লিটারস পোশাকে সোফায় গা এলিয়ে শুয়ে হট পোজ দিয়েছেন জাহ্নবী কাপুর। স্কিনফিট পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত এই অভিনেত্রী।তার শরীরী নেশায় জলে পুড়ে ছাই নেটিজেনরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ার পুরো মনোযোগ কেড়ে নিয়েছেন শ্রী কন্যা। মুহূর্তের মধ্যে তার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ।