হামেশাই নেটিজেনদের নজরে থাকেন জাহ্নবী কাপুর। এবার কাটাছেড়া পোশাক পরে ফের ট্রোলের শিকার হলেন জাহ্নবী কাপুর। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে শ্রীদেবী কন্যাকে।সম্প্রতি তিনি বান্ধবী অনন্যা পান্ডে ও শানায়া কাপুরের সঙ্গে ডিনারে গিয়েছিলেন। যেখানে আকাশী রঙের ব্যাকলেস জাম্পশ্যুট পরেছিলেন শ্রী কন্যা। যা শরীরের সঙ্গে একেবারে আটোসাঁটো ছিল। এই পোশাক পরতেই জাহ্নবীকে দেখে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ।ব্যাকলেস জাম্পস্যুটে চারপাশ দিয়ে বেরিয়ে আসছিল সুডৌল বক্ষযুগল। বিগ সাইজ নিতম্বের খাঁজে রীতিমতো ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। খোলা পিঠে জাহ্নবীর লাস্য যেন ঝরে পড়ছিল। অভিনেত্রীকে দেখা মাত্রই ফ্ল্যাশের ঝলকানিতে ভরে ওঠে। পাপারাৎজিরা একাধিক ছবি লেন্সবন্দি করেছেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper