এবার পোশাকের কারণে ট্রোলারদের শিকার হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর । তাকে উরফি যাদব এবং পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করা হলো। জাহ্নবী কাপুর তার ডিপ নেকলাইন পোশাকের জন্য ব্যাপকভাবে ট্রোলড হয়েছেন। ‘পুনম পান্ডের হাই ক্লাস সংস্করণ’ পর্যন্ত বলে কটাক্ষ করা হয়েছে তাকে।একটি ইভেন্টের অনুষ্ঠানে সাইড কাট-আউট সেক্সি এবং আকর্ষণীয় কালো পোশাকের লুকে ধরা দিয়েছিলেন নায়িকা। তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। অভিনেত্রী তার হটনেস দিয়ে ইভেন্টের উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন। তার ভক্তরা তাকে কতটা জমকালো দেখাচ্ছে তা নিয়ে উচ্ছ্বাস থামাতে পারেনি। কিন্তু জাহ্নবী যা পরেছিলেন তাতে ইন্টারনেটের ট্রোলাররা তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেন। নেটিজেনদের সমালোচনার লক্ষ্য জাহ্নবীর পোশাক এবং তারা তাকে উরফির সাথে তুলনা করে নানারকম কমেন্ট করেছে। একজন মন্তব্য করেছেন, ‘ কাপড় খোলবার প্রতিযোগিতা চলছে।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘পুনম পান্ডের হাই-ক্লাস সংস্করণ।’ আরও একজন নেটিজেন লিখেছেন, ‘এই সমস্ত অস্ত্রোপচারের পরেও তাকে এমন দেখাচ্ছে। জাহ্নবী তার সাহসী এবং সেক্সি ফ্যাশনের জন্য পরিচিত I পোশাকের জন্য ইন্টারনেটে ট্রোলড হলেও অভিনেত্রীর পক্ষেও অনেকে এসে দাঁড়িয়েছে I সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ট্রোলড কমেন্টস।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper