সোমবার , জানুয়ারি 6 2025
Breaking News

Janhvi Kapoor: হট অ্যান্ড বোল্ড লুকে আগুন জ্বালালেন শ্রীদেবীর কন্যা

জাহ্নবী কপুর মানেই কোনো নতুন ফ্যাশন ট্রেন্ড। এই বলি তারকা এবার নিয়ে এলেন নতুন চমক Iগরমে কমফর্টেবল থেকেও কিভাবে ফ্যাশনেবল থাকা যায় তা জাহ্নবী কপুর কে দেখলেই বুঝতে পারবেন। জাহ্নবী কাপুর বুধবার তাঁর ইনস্টাগ্রামে বার্লিন থেকে একটি ফ্লোরাল প্রিন্টেড থাই স্লিটেড ড্রেসে ছবি পোস্ট করেন, যে ছবিটি দেখে জাহ্নবীর রূপে মুগ্ধ ফ্যানেরা প্রশংসা ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন তাঁকে। শুধু ফ্যানেরাই নয় জাহ্নবীর লুকে মুগ্ধ তাঁর খুড়তুতো বোন শানায়া কপূরও। জাহ্নবীর এই ফ্লোরাল প্রিন্টেড থাই স্লিটেড ড্রেস টি তাঁর এত ভালো লেগেছে যে তিনি কমেন্টে লেখেন যে এই ড্রেস টি তিনি চুরি করতে চান।বার্লিনে ছুটি কাটাতে গিয়েছেন শ্রীদেবী তনয়া এবং সেখানে গিয়ে ছবির মতন সাজানো সুন্দর রাস্তায় এই সুন্দর ফ্লোরাল প্রিন্টেড ড্রেসটি পড়ে পোজ দেন জাহ্নবী I ওই পোশাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাঁকে I ফ্লোরাল প্রিন্ট এবং থাই- স্লিটেড ডিজাইন আর একই সাথে ‘বোল্ড এন্ড বিউটিফুল’ লুক তৈরি করেছে এক অপূর্ব মুগ্ধতা। শুধু ড্রেস পড়ে পোজ দেয়াই নয় বোল্ড ড্রেস কিভাবে ক্যারি করতে হয় সেটাও তিনি খুব ভালো ভাবেই জানেন নায়িকা।অভিনেত্রীর এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।