বলি-তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই কানাঘুষোতে শোনা যাচ্ছিল সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সাত মাস আগেই সোনমের বোন রিয়া কাপুরের বিয়ের অনুষ্ঠান থেকে এই জল্পনা শুরু হয়েছিল। সোনমের পোশাক পরার কায়দা দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছিল, সোনম কি অন্তঃসত্ত্বা? কালো রঙের ঢিলেঢালা পোশাকে তার ছোট্ট বেবিবাম্প নজর এড়ায়নি নেটিজেনদের। যদি তখন থেকেই মুখে কুলুপ এঁটে ছিলেন সোনম কাপুর। পরে নিজেই জল ঢেলেছিলেন সকল জল্পনায় Iএবার সেই তালিকায় নাম উঠে এল ক্যাটরিনা কাইফের। একই প্রশ্নের মুখে পড়লেন ক্যাট। সত্যিই কি মা হতে চলেছেন ভিকি ঘরনি।সম্প্রতি শুটিং সেরে মুম্বইতে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। মুম্বই বিমানবন্দরেই গোলাপি পোশাকে দেখা গিয়েছে ক্যাটরিনাকে । ঢিলেঢালা সালোয়ার কামিজে ক্যাটরিনাকে দেখা মাত্রই ভিডিওতে কমেন্টসে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনুরাগীরা জানতে চেয়েছেন ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা ? নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলেছেন ক্যাট কি মা হচ্ছেন তাই কি এমন ঢিলেঢালা কুর্তি পরেছেন। কেউ আবার নিশ্চিত হয়েই মন্তব্য করেছেন ভিক্যাট নাকি তাদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। এহেন একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও পুরো বিষয়টি নিয়ে ক্যাটরিনা কাইফ কোনো মন্তব্য করেননি। কিন্তু গুঞ্জন কিন্তু উঠেছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper