Breaking News

Kiara Advani Kartik Aaryan : উঠে দাঁড়ালে বেরিয়ে যেত স্তনযুগল, পোশাক বিভ্রাটে কিয়ারাকে বাঁচালেন কার্তিক, ভিডিও ভাইরাল

কিয়ারা আদবানিকে নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। আনিস বাজমি পরিচালিত ভুতুরে ড্রামা ‘ভুল-ভুলাইয়া’ ছবিতে  প্রথমবার এক সঙ্গে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও  কিয়ারা আদবানি। জোর কদমে চলছে ছবির প্রচার। ‘ভুল-ভুলাইয়া ২ ‘র প্রচার গিয়েই ফের খবরের শিরোনামে উঠে এসেছেন কিয়ারা আদবানি ও কার্তিক আরিয়ান। অন্যদিকে বলিউডের অন্দরে কান পাতলেই কিয়ারা ও সিদ্ধার্থর ব্রেক আপ নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। আপাতত সিদ্ধার্থ ও কিয়ারার আলাদা হওয়ার খবর যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। একদিকে বিচ্ছেদ, অন্যদিকে কার্তিকের সঙ্গে কিয়ারার মাখোমাখো রসায়ন দর্শকদের কৌতুহল বারিয়েছে। শোনা যাচ্ছে, ছবিতে নাকি চরম ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাবে কিয়ারা ও কার্তিককে। নেটিজেনদের একাংশর দাবি,  এই কারণের জন্যই সিদ্ধার্থর সঙ্গে পথ আলাদা হল কিয়ারার। যদিও মোটেই এর কারণ স্পষ্ট  নয়।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লাল রঙের মিনি ড্রেস পরে রয়েছেন কিয়ারা আদবানি এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বলি নায়িকা। তারপর উঠে দাঁড়াতেই বুঝতে পারেন পোশাক বিভ্রাটে পড়তে পারেন তিনি। নিজের পোশাকের সমস্যা বুঝেই কার্তিকে ফিসফিস করে কিছু বলে ওঠেন কিয়ারা। সেই মুহূর্তেই ভাল ছেলের মতো কিয়ারার সামনে এসে আড়াল করে দাঁড়ান কার্তিক। এরপর কিয়ারা নিজের পোশাক ঠিক করে নেন। এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।ভাইরাল এই ভিডি দেখেই কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। নেটিজেনরা অনেকেই বলেছেন, কার্তিক একজন সত্যিকারের পুরুষ। কেউ কেউ আবার লিখেছেন, এই জন্য ছেলেটাকে আমি এত ভালবাসি। তবে কার্তিকের প্রশংসা করলেও কিয়ারাকে নিয়ে ট্রোল করতে ছাড়েনননি দর্শকরা। এত ছোট পোশাক পরার যে কী দরকার, সেই কথাও বলেছেন নেটিজেনরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।