পিতৃপক্ষের অবসানে শুরু হতে চলেছে দেবী পক্ষ। গঙ্গার ঘাট গুলিতে চলছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। কিন্তু চলতি বছরের মহালয়াতে গঙ্গার ঘাটে এক ভিন্ন চিত্র দেখা যায়। আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচার চাই এই স্লোগানই গঙ্গার ঘাটে শোনা গেছে। এদিন গঙ্গার ঘাট গুলিতে অভয়ার বিচারের দাবিতে উই নিড জাস্টিস এই স্লোগান শুনতে পাওয়া যায়। এর পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে। সোমবার সন্ধ্যায়ও, আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় এক মহা মিছিল হয়েছে। এই মিছিলে হাজার হাজার মানুষ পা মিলিয়ে ছিলেন।আর জি কর কাণ্ডের শাস্তির দাবিতে মুখিয়ে রয়েছে অভয়ার পরিবার। পরিবারের দাবি এবার অসুর নিধন হবেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি পুজোর উদ্বোধন করেছেন। উৎসবের ফেরার বার্তা মুখ্যমন্ত্রী দিলেও উৎসবের দিনে প্রতিবাদ যেন থমকে না থাকে রাজ্যের একাংশ মানুষ তাই চাইছেন।
Kolkata: মহালয়াতে গঙ্গার ঘাটে চলছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী, এই যুগ, কলকাতা