এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (kolkata) দপ্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী । বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে । নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ,১৯ ডিসেম্বর শুক্রবার থেকেই রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় দপ্তরের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোথাও গেলে , তাঁদের নিরাপত্তায় সঙ্গে যাবেন কেন্দ্রীয় বাহিনী।এসআইআর চলাকালীন একাধিক বিএলও-র অসুস্থ ও মৃত্যুর ঘটনা ঘটার অভিযোগ ওঠে । বিএলও দের উপর অতিরিক্ত চাপের অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের দপ্তরের সামনে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র তরফে টানা বিক্ষোভ দেখানো হয় । মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে অভিযোগ পত্র ও তুলে দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন বিক্ষোভকারী বিএলও রা । বারংবার বিক্ষোভ ও আন্দোলনের ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের অফিসের নিরাপত্তাব্যবস্থায় নিয়ে উদ্বেগ শুরু হয় । এই সব ঘটনার নিরাপত্তার কথা চিন্তা করে সিইও দপ্তরে নিরাপত্তায় আনা হলো কেন্দ্রীয় বাহিনীকে।
kolkata: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper