১৩ ডিসেম্বর শনিবার, নিন্দনীয় ঘটনার সাক্ষী (kolkata) গোটা বাংলা । আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসি কে দেখার জন্য কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমায় মেসি প্রেমী মানুষেরা । কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও তারা মেসি কে দেখতে পায়নি বলে অভিযোগ ওঠে। কয়েক মিনিটেই বদলে যায় চিত্র। ক্ষোভে ফেটে পড়েন মেসি কে দেখতে আসা ফুটবলপ্রেমীরা । ভাঙচুর চালায় গোটা স্টেডিয়ামে। লুট করে নিয়েও যায় ফুলের টব থেকে গোল পোস্টের জাল । এই নোংরা ঘটনার পর প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বিশৃঙ্খলার খবর পাবার পর সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস স্টেডিয়ামে গেলেও যুবভারতীর দরজা বন্ধ থাকার কারণে তাঁকে গেট থেকে ফিরে যেতে হয় ।রবিবার ফের যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন তিনি নিজে । ঘটনাস্থল পরিদর্শনের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, ভবিষ্যতে এইরকম পরিস্থিতি এড়ানোর জন্য কী কী করণীয় , সেই সব বিষয় সম্পর্কে একটি রিপোর্ট তিনি তৈরি করেছেন । রাজ্যকে ১২টি বিষয় উল্লেখ করে একটি নির্দেশিকা দিয়েছেন।এর পাশাপাশি তিনি একাধিক প্রস্তাব-সহ একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং নির্দিষ্ট স্পোর্টস অথরিটিকে দেবেন বলেও এদিন তিনি জানান। এর পাশাপাশি এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবারের ঘটনাটিকে ‘সিস্টেমিক ফেলিওর’ বলে উল্লেখ করেছেন , তিনি এও বলেছেন আয়োজক সংস্থার ভূমিকা কি ছিল, পুলিশের ভূমিকা কি ছিল এবং কেন এই রকম পরিস্থিতির সৃষ্টি হল তা ভালো করে খতিয়ে দেখার প্রয়োজন , যাতে আগামী দিনে এই রকম পরিস্থিতি না সৃষ্টি হয় ।
kolkata: যুবভারতী পরিদর্শনের পর ‘সিস্টেমিক ফেলিওর’ বলে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper