বৃহস্পতিবার , অক্টোবর 9 2025

Kumargram: দীর্ঘ লড়াইয়ের পর চার অবসরপ্রাপ্ত চা শ্রমিক হাতে পেলেন তাদের বকেয়া পাওনার চেক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Kumargram: দীর্ঘ লড়াইয়ের পর চার অবসরপ্রাপ্ত চা শ্রমিক হাতে পেলেন তাদের বকেয়া পাওনার চেক কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা বাগানের চার অবসরপ্রাপ্ত চা শ্রমিক দীর্ঘ লড়াইয়ের পর তাদের অবসরকালীন প্রাপ্য বকেয়া অর্থের চেক হাতে পেলেন। আলিপুরদুয়ার জেলা সদরে এসে শুক্রবার ডেপুটি লেবার কমিশনার এর দপ্তর থেকে তারা তাদের চেক হাতে নিয়ে বাড়ি ফিরে যান। অবসরপ্রাপ্ত চা শ্রমিক পাসকেল কিরো, বন্ধু ওঁড়াও, সুরজমনি লোহার এবং মীনা ওঁড়াও জানান পুজোর আগে এই পাওনা তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে। তারা জানান অবসরকালীন সময়ে প্রভিডেন্ট ফান্ড ও গ্র‍্যাচুইটির টাকা না পেয়ে তারা দীর্ঘদিন ধরে শ্রম দপ্তরে আবেদনের পাশাপাশি আন্দোলন করে অবশেষে সফলতার মুখ দেখলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।