শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

leopard: ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হলো বারোবিশা বটতলা কালীমাঠ এলাকায় আতঙ্ক ছড়ানো চিতাবাঘটি কে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

leopard: ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হলো বারোবিশা বটতলা কালীমাঠ এলাকায় আতঙ্ক ছড়ানো চিতাবাঘটি কেবৃহস্পতিবার বিকাল থেকে (leopard) আতঙ্ক ছড়ানো চিতাবাঘটিকে অবশেষে ভোর রাতে ঘুম পাড়ানী গুলিতে কাবু করে ধরলেন বন কর্মীরা। উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বটতলা কালিবাড়ি এলাকায় একটি বাঁশবাগানের ভেতর কাঠালগাছে ঘাপটি মেরে বসেছিলো একটি চিতাবাঘ। ঘটনাটি নজরে আসে এক গৃহবধূর। তারপর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের ভল্কা রেঞ্জের কর্মীরা ও বারোবিশা ফাঁড়ির পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোরবেলা ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় চিতাবাঘটিকে। কাঠাল গাছের নীচে জাল পেতে ঘুমপাড়ানি গুলিতে কাবু চিতাবাঘটিকে নানো হয় ও খাচাবন্দী করে নিয়ে যাওয়া হয়। বন দপ্তরের ভল্কা রেঞ্জের রেঞ্জার প্রভাত কুমার বর্মন জানান চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।