Breaking News

Leopard: চা বাগানে খাঁচা বন্দী পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতাবাঘ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Leopard: চা বাগানে খাঁচা বন্দী পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতাবাঘ আলিপুরদুয়ার জেলার (Leopard) মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে বন কর্মীদের পাতা খাঁচায় ধরা পড়লো একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চা শ্রমিকরা বাগানে চিতাবাঘের আনাগোনা টের পেয়ে বন দপ্তরের চিলাপাতা রেঞ্জে খবর দেন। চা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়েছিলো চাপা আতঙ্ক। খবর পেয়ে বন কর্মীরা বাগানে যান ও চিতাবাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিন্ত হয়ে চিতাবাঘটিকে ধরার জন্য বৃহস্পতিবার রাতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতেন। ছাগল খাবার লোভে চিতাবাঘটি রাতেই আটকা পড়ে খাঁচায়। শুক্রবার সকালে চা শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনে খাঁচার সামনে গিয়ে খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখে বন কর্মীদের খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। জলদাপাড়া বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক জানান উদ্ধার চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতা বাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হলেন চা শ্রমিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।