Breaking News

Leopard: বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো চিতাবাঘ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Leopard: বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো চিতাবাঘজলপাইগুড়ি (Leopard) জেলার গয়েরকাটা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় রবিবার রাতে বন্দী হলো একটি চিতাবাঘ। জানা গেছে জুন মাসের কুড়ি তারিখ থেকে এই চিতাবাঘটি চা বাগান ও লাগোয়া এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলো। এটির হানায় জখম হয় তিন জন। বন দপ্তর এর কর্মীদের সাথে রীতিমতো লুকোচুরি খেলছিলো চিতাবাঘটি। কিছুতেই সে ধরা দিচ্ছিলোনা বন কর্মীদের পাতা খাঁচায়। অবশেষে রবিবার রাতে চিতাবাঘটি বন্দী হয় বন কর্মীদের পাতা খাঁচায়। বন কর্মীরা সোমবার সকালে চিতাবাঘটিকে খাঁচা সহ নিয়ে যান ও এটির স্বাস্থ্য পরীক্ষার পর ফের গভীর জঙ্গলে ছেড়ে দেন বলে জানান বন কর্মীরা। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।