আলিপুরদুয়ার ( Leopard ) জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের তেইশ /এ সেকশনে পাওয়া গেলো চিতাবাঘের তিনটি শাবক। জানা গেছে সোমবার সকালে শ্রমিকরা এই সেকশনে কাঁচা চা পাতা তোলার কাজ করছিলেন, সে সময় তারা চা গাছের ঝোপের মধ্যে চিতাবাঘের শাবক তিনটিকে দেখতে পান। চিতা বাঘের শাবক দেখে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। তারা সাথে সাথে বিষয়টি জানান সেখানে উপস্থিত বাগানবাবুকে। বাগানবাবু নবীন লামা জানান চিতাবাঘের শাবকের কথা শুনে তিনি শ্রমিকদের অন্য সেকশনে কাজে পাঠিয়ে দেন ও ম্যানেজারকে খবর দেন ম্যানেজার বন দপ্তরের কর্মীদেরকে খবর দেন খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। চিতাবাঘের শাবক দেখতে যারা ভীড় জমিয়েছিলেন তাদের বন কর্মীরা সেখান থেকে সরিয়ে দেন। চিতাবাঘের শাবকগুলিকে মা চিতা বাঘের কাছে কিভাবে ফিরিয়ে দেওয়া যাবে তা নিয়ে চিন্তাভাবনা করছেন বনাধিকারিকগন। বন কর্মীরা নজরদারি চালাচ্ছেন এলাকায় যাতে অযথা কেউ চিতা বাঘের শাবকগুলিকে বিরক্ত না করে। তাদের আশা মা চিতাবাঘ এসে শাবকগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাবে।
Leopard: বাগানে পাওয়া গেলো চিতাবাঘের তিনটি শাবক, চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার