অক্টোবর মাসের প্রথম দিনেই প্রতি সিলিন্ডার পিছু সাড়ে ৪৮ টাকা দাম বাড়ানো হল। এই কথাই মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া দাম অন্যদিকে আবার রান্নার গ্যাসের দাম বাড়ায় অসুবিধায় পড়তে হলেও সাধারণ মানুষকে। যদিও লোকসভা নির্বাচনের আগে গৃহস্থ এবং বাণিজ্যিক দুই ক্ষেত্রেই রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল। তার ফলে খানিকটা হলেও উপশম হয়ে হয় সাধারণ মানুষের। তবে বছরের শেষ দু’মাসে রান্নার গ্যাসের ১৯. ২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হল।বর্ধিত নতুন দাম কার্যকর হল ১ অক্টোবর থেকেই। যদিও গতকাল পর্যন্ত এই ১৯.২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৮০২. ৫০ টাকা। অক্টোবর মাসের সেই অংক বেড়ে দাঁড়ালো ১৮৫০ টাকা, দিল্লিতে দাম বেড়ে হয়েছে ১৭৪০ টাকা। মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৬৯২ টাকা, চেন্নাইতে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯০৩ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে গৃহস্থলীর রান্নার গ্যাসের যে দাম কমানো হয়েছিল সেই দামই অপরিবর্তিত আছে অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি।
Lpg Gas: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়লো
রিপোর্ট : বেবী চক্রবর্ত্তী, এই যুগ, কলকাতা