আজকে মদন মিত্র ফিরহাদ হাকিমকে শ্রীমান ছাপড়া বলে সম্বোধন করেন। তিনি আরও বলেন মদন মিত্র ঝাড়খন্ড থেকে আসে নি। মদন মিত্র ভবানীপুরের বাসিন্দা। ফিরহাদ হাকিমের মতো অন্য রাজ্য থেকে আসা কেউ নয়। এভাবেই প্রকাশ্যে গতকাল তার সম্বন্ধে করা ফিরহাদ হাকিমের করা ” ছ্যাবলামো ” কথার প্রতুত্তর দেন। প্রসঙ্গত গতকাল হাওড়া ফুল বাজার উদ্বোধনে এসে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নাম তর্পন করার কাজকে “ছ্যাবলামো” বলে উল্লেখ করেন। আজকে ফের সেই মন্তব্যের প্রেক্ষিতে ফিরহাদকে শ্রীমান ছাপড়া বলে অভিহিত করেন কামাহাটির বিধায়ক মদন মিত্র।
Madan Mitra: মদন মিত্র ঝাড়খন্ড থেকে আসেনি, ফিরহাদকে শ্রীমান ছাপড়া বলে কটাক্ষ মদনের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া