Breaking News

Madhumita Sarcar: পেলের বদলে অন্য ফুটবলারের ছবি পোস্ট করে চরম ট্রোলড মধুমিতা সরকার, ভাইরাল পোস্ট

Madhumita Sarcar: পেলের বদলে অন্য ফুটবলারের ছবি পোস্ট করে চরম ট্রোলড মধুমিতা সরকার, ভাইরাল পোস্টপেলের মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে নেটপাড়ায় হাসির খোরাক হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটপর্দার পাখি এদিন অবাক কাণ্ড ঘটালেন। বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হয়েছেন ‘বিশ্ব ফুটবলের সম্রাট’ পেলে। তাঁর আত্মার শান্তিকামনায় ফুটবলপ্রেমীরা সোশ্যালমিডিয়াতে নানা পোস্ট করেছেন। বাদ নেই সিনেজগতের তারকারাও। এর মধ্যেই অভিনেত্রী মধুমিতা সরকারের ফেসবুক পোস্ট ঘিরে চরম শোরগোল পড়েছে।হালফিলের অন্যতম সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কেউ মারা যাক বা কারুর জন্মদিন হোক- প্রয়াত তারকার ছবি দিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে বার্তা পোস্ট করা। সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়েই পোস্ট করেছিলেন মধুমিতা। কিন্তু সেই পোস্ট ঘিরেই যাবতীয় বিতর্ক।শুরুতে মধুমিতা যে ছবিটি পোস্ট করেন সেখানে বিশ্বকাপ হাতে পেলে দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে সেই ছবির পাশেই পেলে ভেবে তিনি অন্য এক ফুটবলারের ছবি পোস্ট করে বসেন। খানিকটা পেলের মুখের সঙ্গে মিল থাকলেও সেই ব্যক্তি আদতে পেলে নন, ব্রাজিলের অন্য এক ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। পরে নিজের ভুল বুঝতে পারেন মধুমিতা। চটপট ভুল শুধরেও নেন। কিন্তু ততক্ষণে মধুমিতার পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়। তাই পোস্টে পরিবর্তন এনেও লাভ হয়নি। আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে মধুমিতার ওই ভুল পোস্টটি।ভুলের খেসারত হিসাবে চরম ট্রোলিং-এর শিকার টলিপাড়ার নায়িকা। নতুন করে সঠিক পোস্ট করবার পরেও মধুমিতার পোস্টের কমেন্ট বক্স ভরে যাচ্ছে পুরোনো পোস্টের স্ক্রিনশটে। কেউ লিখছেন, ‘বোকা মেয়ে, ফুটবল কী সেটাই বোধহয় জানে না’। অপর একজন লেখেন, ‘যত্ত সব কায়দা.. কী দরকার না চিনে শোকজ্ঞাপনের।’মধুমিতা অবশ্য গোটা বিষয় নিয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি। কিন্তু দিনভর তার ভুল পোস্টের জন্য ট্রোলড হয়েছেন অভিনেত্রী I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।