অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে (Elephant attack) পড়েছে হাতির তাণ্ডবের দরুন। দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। (Elephant attack) সুপারি বাগান, কলাবাগান, বাঁশবাগান, ধান ক্ষেত ও কপি ক্ষেত খেয়ে নষ্ট করে দিচ্ছে হাতির পাল। উত্তর বড় চৌকির বস এলাকায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েকজন কৃষক এমনটাই জানা গেছে ওই এলাকার কৃষকদের কাছ থেকে রবিবার বিকেলে। গত কয়েকদিন ধরে লাগাতার ভাবে হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে । শনিবার গভীর রাতে সুজন বর্মনের ধান সহ বাসব পন্ডিতের কপি ক্ষেত খেয়েছে হাতির দল। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে বনদপ্তরের কর্মীরা ছোট চৌকির বস, বড় চৌকির বস সহ স্কুলডাঙ্গা বাকলা এলাকায় সূর্য ডোবার আগে থেকেই হাতি তাড়ানোর জন্য থাকে । তবুও বনদপ্তরের কর্মীদের চোখে ধুলো দিয়ে জনবসতি এলাকায় ঢুকে রবিশস্য নষ্ট করে দিচ্ছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল থেকে হাতিগুলি বেরিয়ে এসে ফসল নষ্ট করছে। শুক্রবার গভীর রাতেও রঞ্জিত বর্মন এবং হিমাংশু বিশ্বাসের ফসল নষ্ট করে দিয়েছে হাতির দল। গত দুদিনে লক্ষাদিক টাকার ফসল নষ্ট করেছে হাতির পাল। সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল জানিয়েছেন পুজোর পরেই ওই এলাকায় বনকর্মীর সংখ্যা আরো বাড়ানো হবে পাহারা দেওয়ার জন্য।
Elephant attack: মহাকালগুড়ির অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে হাতির তাণ্ডবের দরুন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper