বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Malaika Arora: সেক্স-সহবাস হয়ে গেলেই জীবনটা শেষ, এ কি বললেন মালাইকা ?

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। ।দীর্ঘ ১৮ বছরের সংসার ছেড়ে ছেলে আরহানকে নিয়ে বর্তমানে একাই থাকেন মালাইকা আরোরা।। তবে  পুরোপুরি একা নন, বয়ফ্রেন্ড অর্জুনও থাকেন তাদের সঙ্গে। একসময়কার বলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম ছিল মালাইকা আরোরা  এবং আরবাজ খান, এই তারকা দম্পতি।  ১৯৯৮ সালে বিয়ে করেন তারা। ২০১৭ বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। ২৮ বছর বয়সে মা হয়েছিলেন মালাইকা। বর্তমানে তাদের একটি ছেলে রয়েছে। তবে ছেলে আরহানের দায়িত্ব সম্বন্ধে দুজনেই সমানভাবে সচেতন।  ছেলেকে নিজের সঙ্গেই রেখেছেন মালাইকা আরোরা। সম্প্রতি নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। অনেকেই মনে করেন সেক্স-সহবাস হয়ে গেলেই জীবনটা শেষ, যার ফলে ইচ্ছার বিরুদ্ধেও অন্যায় মুখ বুঝে সহ্য করে সংসারটা চালিয়ে যাচ্ছেন। তবে মালাইকার মতে, জোর  করে বিয়ে টিকিয়ে রাখার কোনও মানেই হয় না।
মাতৃত্ব দিবসের দিন নিজের জীবনের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা। মা হয়ে গেলেই কেরিয়ার শেষ তেমনটা মোটেই নয় বলে মনে করেন তিনি। বরং নিজের মন যেটা চাইছে সেটাকেই সবার আগে প্রাধান্য দিন, তেমনটাই বলেছেন মালাইকা আরোরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।