বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

MALDA: ট্যাব কান্ডে জড়িত থাকার অভিযোগে মালদহ থেকে গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: ট্যাব কান্ডে জড়িত থাকার অভিযোগে মালদহ থেকে গ্রেপ্তার এক ট্যাব দূর্নীতিতে যুক্ত থাকার (MALDA) অভিযোগে বুধবার রাতে মালদহের বৈষ্ণবনগর থেকে এক জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি সাইবার থানার পুলিশ। ধৃতের নাম মনোজ চৌধুরী, সে বৈষ্ণবনগরে একটি কাস্টমার সার্ভিস সেন্টার চালাতো। এই কাস্টমার সার্ভিস সেন্টার এর আড়ালেই সে ট্যাব দূর্নীতির সাথে যুক্ত হয়। জানা গেছে শিলিগুড়ির বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পায়নি। নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাই স্কুল বিষয়টি নিয়ে শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে সাইবার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তাদের নিনরে আসে যে এক পড়ুয়ার টাকা অন্য একটি একাউন্টের মাধ্যমে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর গ্রেপ্তার করা হয় মনোজকে। পুলিশ জানিয়েছে মনোজ নিভিন্ন ব্যাংকের একাউন্ট ব্যবহার করে ট্যাবের টাকা তুলে নেবার কাজে যুক্ত ছিলো। পুলিশ মনোজকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে প্রশ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।