মালদহ জেলা পুলিশের (MALDA) কালিয়াচক থানার পুলিশ গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার রাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি দেশীয় পিস্তল, তিনটি পাইপ গান ও ছয়টি গুলি। আটক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মহম্মদ আজম শেখ ও জাক্কার আলি, দুজনেই থানা এলাকার সুজাপুর ব্রম্মত্তর গ্রামের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের অনুমান ধৃতরা বে আইনী অস্ত্র কারবারের চক্রে জড়িত। চক্রের অন্যান্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।
MALDA: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ