মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে (Mamata Banerjee) আসলেন শনিবার বেলা পৌনে তিনটা নাগাদ। প্রশাসনিক বৈঠক সহ বিভিন্ন প্রকল্পের শিলন্যাস এবং পাট্টা বিতরণ করবেন রবিবার। (Mamata Banerjee) শনিবার বেলা তিনটা নাগাদ তিনি হেলিকপ্টার থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নামলেন। (Mamata Banerjee) হেলিপ্যাড থেকে তিনি সোজা চলে গেলেন সার্কিট হাউসে।
সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ারপরেই তিনি রাজপথে বের হয়ে গেলেন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার মহিলা ছাত্র-ছাত্রী সকলের সঙ্গে কথা বললেন। অর্থাৎ জেলা শহরে এসেই তিনি জনসংযোগ যাত্রায় নেমে পড়লেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা শহরে আসবেন যার ফলেই আলিপুরদুয়ার জেলা শহরকে ঘিরে ফেলে হয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে। স্নিফার ডগ থেকে শুরু করে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হলো কোনো রকম নাশকতা যেন না ঘটে তার জন্য।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আলিপুরদুয়ার জেলা শহরে প্রদার্পন করার প্রাক মুহূর্তেই রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক সাংবাদিককে বৈঠকে ডেকে আগামীকাল রবিবার চা শ্রমিকদের হাতে পাট্টা বিতরণের কথা ঘোষণা করেন। ২০২৪ এর শুরুতে লোকসভা ভোট আর ২০২৩ সালের শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক করবেন এবং উপভোক্তাদের হাতে পাট্টা তুলে দেবেন। তৃণমূল নেতৃত্ব কিংবা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের কথা না বললেও পরোক্ষে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন ২০২৩ এর ডিসেম্বর মাস থেকেই। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সমর্থক নেতৃত্ব এবং উপভোক্তাগণ রবিবার বেলা বারোটায় উপস্থিত হবেন প্যারেড গ্রাউন্ডে । শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা শহরে আসার আগ থেকেই পুলিশ কর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।